সর্বশেষ

সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

127
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের আন্তঃ মিনিবার ফুটবল টুর্ণামেন্ট আজ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ সম্পন্ন হয়। প্রতিযোগিতায় চারটি টিম অংশগ্রহণ করে। টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র আসাদুজ্জামান। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী ১২ জন খেলোয়াড়ের সকলকে মেডেল দেয়া হয়।

টুর্ণামেন্টে রানার্স আপ ও চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

 

middle of post box 3

পুরস্কার বিতরণপূর্ব বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী করে তুলতে খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানতালে এগিয়ে রাখতে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্যরে সঞ্চালনায় পুরস্কার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক বদরুন নাহার, এ.কে.এম শাহনাওয়াজ, মোঃ নুরুছাপা, সাহেলা আক্তার উর্মি, নাসরিন আক্তার, দিনা ফারভীন, মিনু রানী মিত্র, মোহাম্মদ নাসরাতুল হোসাইন, শারমিন আক্তার, মুহাম্মদ আলাউদ্দিন, তানিয়া সুলতানা, আজম উদ্দিন ও নিউটন কুমার শীল।

after post box 2