সর্বশেষ

অবৈধ সংযোগ ও বকেয়া বিলের কারণে পটিয়ায় পিডিবির ২৪ মামলা

125
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক:: পটিয়ায় সাড়ে ১৬ লাখ টাকার ১৭টি বিদ্যুৎ বিল বকেয়া এবং ৭ অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ২৪টি মামলা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন।এছাড়াও সহকারী প্রকৌশলী, উপ–সহকারী প্রকৌশলী, কারিগরি দল, মিটার পাঠক, বিল বিতরণকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন। এ বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ লাগিয়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

after post box 2