সর্বশেষ

ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

124
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বিকাল ০৪:০০ ঘটিকার সময় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন কর্তৃক চট্টগ্রাম কাজীর দেউরিস্থ রোটারী ক্লাব কনফারেন্স হলে মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত সমাজ বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অনুপম সেন। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এবং বোর্ড সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মোহাম্মদ সাজ্জাদ, পরিচালক, চট্টগ্রাম কেন্দ্রিয় সমবায় ব্যাংক লিমিটেড ও সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত ও সুযোগ্য পুলিশ সুপার, মোঃ আপেল মাহমুদ মহোদয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থিত অতিথিদের শুনানো হয়। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। তিনি তার বক্তব্যে বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। বঙ্গবন্ধুর আহবানে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে বাঙ্গালীরা ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের ফলশ্রুতিতে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাইতো বিজয় দিবসকে কেন্দ্র করে নতুন প্রজন্ম মেতে উঠে নানান উৎসবে, স্মরণ করে তাদের মহান সেই সব বীর শহীদদের। অনুষ্ঠানের বিশেষ আলোচকবৃন্দ বলেন, পাকিস্থান আমলের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে ও নেতৃত্বে আমরা যদি স্বাধীন না হতাম, তাহলে আজও বৈষম্য ও নিগ্রহের শিকার হতাম। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক ও অভিন্ন। মহান বিজয় দিবসে এই হোক সবার মনোবল ও সামনে চলার পাথেয়।

middle of post box 3

সর্বশেষে সম্মানিত সভাপতি মহোদয় বঙ্গবন্ধু, বাংলাদেশ সরকার, সকল শহীদ, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মাগফেরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

তাছাড়া পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদ মহোদয় গরীব উল্ল্যাহ শাহ মাজার এলাকায় ৩০০ (তিনশত) দুস্থ এবং এতিমের মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করেন।

after post box 2