সর্বশেষ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ইফতার মাহফিল সম্পন্ন

268
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ৩ এপ্রিল ২০২৩ (সোমবার) অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ আসাদ আদিল’র সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল আবেদিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম উদ্দিন,পরিচালনা পরিষদের সদস্য ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. মনিরুল আলম, ডা. মাহমুদুর রহমান, ডা. আব্দুল্লাহ খান, ডা. নাসির উদ্দীন, এসে কে এম আনিস উদ দৌলা, ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডা. মঈন উদ্দিন চৌধুরী, ডা. আব্দুল হালিম চৌধুরী, ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, ডা.আব্বাস উদ্দিন চৌধুরী, ডা. আ ন ম মনজুরুল কাদের, ইমদাদুল ইসলাম, কাজী ছাবের আহমদ, হিজবুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব মানব জীবনে বাস্তবায়ন করতে পারলে সকলেই দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে।

 

after post box 2