সর্বশেষ

সাতকানিয়া হযরত বেলাল (রা.) আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

99
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া পঞ্চায়েত বাড়ি হযরত বেলাল (রা.) জামে মসজিদ ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার ২১তম বাষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০মার্চ (শুক্রবার) বিকালে শেখ ফরিদ আক্তার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চটগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী।

middle of post box 3

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার মোহাম্মদ কামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ সালাউদ্দিন দিনার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আরমান, মোহাম্মদ খোরশেদ, সহ-সম্পাদক মোহাম্মদ রাশেদ উদ্দিন, সদস্য শাহনেওয়াজ রিকু, মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী বলেন, মসজিদ ও মাদ্রাসা হলো আল্লাহ ও তাঁর রাসূলের ঘর। এর খেদমত করতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। মসজিদ-মাদ্রাসার কল্যাণে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2