সর্বশেষ

ছাত্রদল নেতার অভিনব প্রতারণা গ্যাস সিলিন্ডারে পানি-পেট্রোল মিশিয়ে বিক্রি! 

2
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস ও বাকি অর্ধেক বাতাস ভর্তি করে বাজারজাত করার দায়ে মো: ইলিয়াস নামের এক প্রতারককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় সিলিন্ডার,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সে উত্তর কলাউজানের আব্দুস শুক্কুরে পুত্র। অভিযানে ১টি কম্পেসার মেশিন,১টি ওজন মাপার যন্ত্র,২শ ৭১ টি সিলিন্ডার,১টি পাওয়ার সাপ্লায়ার মেশিন,৩০ মিটার সংযোগ ফাইপ ও ১শ টি লেবেল জব্দ করা হয়।

middle of post box 3

বুধবার ১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু,লোহাগাড়া থানা পুলিশের একটি টিম,আনসার সদস্য,ইউপি সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে এবং বড় বড় দামি দামি কোম্পানীর স্টিকার লাগিয়ে ওইসব সিলিন্ডার বিভিন্ন এলাকায় বাজারজাত করছিল একটি চক্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, বাহিরে মুরগির ফার্ম কিন্তু ভিতরে একটা মেশিনের মাধ্যমে সিলিন্ডারে হাওয়া আর অল্প গ্যাস দিয়ে বসুন্ধরা কোম্পানীসহ বিভিন্ন ব্রান্ডের বোতল ব্যবহার করে সেখানে স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র। যাহা একটি বড় ধরণের প্রতারণা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাওয়ায় মো: ইলিয়াস নামে এক প্রতারককে ৬ মাসের জেল দেয়া হয়েছে এবং খালি সিলিন্ডার ও হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এধরনের অভিযান চলমান থাকবে।

after post box 2