সর্বশেষ

মামলার জট কমাতে মন্ত্রণালয়কে ভবিষ্যৎ পরিকল্পনার সুপারিশ

146
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তিসহ জট কমাতে মন্ত্রণালয়কে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে এ বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকে বিগত ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয়।বৈঠকে ‘উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল, ২০২২’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। কমিটি মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করার সুপারিশ করেছে।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

after post box 2