সর্বশেষ

সুন্নিয়ত, তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির প্রাণকেন্দ্র মাদ্রাসা শিক্ষা ড. মুহাম্মদ আব্দুর রশীদ

251
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্টানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সুন্নিয়ত তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির প্রাণকেন্দ্র হচ্ছে মাদ্রাসা শিক্ষা।  সুন্নিয়ত  তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি  প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা। এই মাদ্রাসা আলা হযরত, তৈয়ব শাহ(রহ) ও তাহের শাহ (মা,জি) এর রুহানি নজর রয়েছে। এই মাদ্রাসা ও  দরবারে এসে হাজার হাজার শিক্ষার্থী, ভক্ত মুরিদগন অলি আল্লাহর সোহবত ও আধ্যাত্মিকতা  চর্চার মাধ্যমে আদর্শ মানুষ ও আশেকে রাসূল হিসেবে নিজেদের  তৈরি করছেন।

তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জ্ঞানার্জন এর সাথে অলি আল্লাহ ও উস্তাদদের সোহবত পাওয়ার চেষ্টা করবে। এবং উত্তম চরিত্রের অধিকারী দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করবে।

তোমরা মাদ্রাসা শিক্ষার্থী হওয়াতে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করবে। কারণ এই মাদ্রাসা শিক্ষায় রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। পার্থিব  জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবন কে প্রাধান্য দিবে এতে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলকাম হবে।

middle of post box 3

মাদ্রাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য বর্তমান সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে আমি একজন  খাদেম হিসেবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে  মাননীয় প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের খিদমত করার মহান দায়িত্বভার দিয়েছেন। এইজন্য আমি মহান আল্লাহর শোকরিয়া ও  মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং একজন নগন্য খাদেম হিসেবে সকলের দোয়া চাই।

22 অক্টোবর 23 ইং রবিবার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মহসিন মো: ইয়াহিয়া খান এর সভাপতিত্বে আরবি প্রভাষক মাওলানা  আনিসুজ্জামান এর সঞ্চালনায়  আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। সেক্রেটারি, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রিজভী। উপস্থিত ছিলেন চবি প্রফেসর ড.জাফরুল্লাহ, ড. মুহাম্মদ মোরশেদুলহক,ড.নুরুল আমিন নুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল মাবুদ। মাওলানা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, মাওলানা সোলায়মান আনছারী, মাওলানা জসীম উদ্দিন আজহারী, মাওলানা ড. মুহাম্মদ বখতেয়ার উদ্দিন, মাওলানা ওমায়ের রেজভী।

after post box 2