সর্বশেষ

আগামী নির্বাচনে আর ভোট চুরি করতে দেওয়া হবে না : আমির খসরু

121
Before post box 1

 

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের নেতা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট চোরদের তালিকা করা হচ্ছে। দেশে ও বিদেশ থেকে নজরদারি করা হচ্ছে। আগামী নির্বাচনে আর ভোট চুরি করতে দেওয়া হবে না। ভোট চোররা পালাতেও পারবে না।’

middle of post box 3

শনিবার (২২ অক্টোবর) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

 

after post box 2