সর্বশেষ

রাঙামাটিতে আগুনে পুড়লো ১০ বসতঘর

139
Before post box 1

 

আরও পড়ুন
middle of post box 3

নিউজ ডেস্ক : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনি সংলগ্ন মিয়া সাওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাশাপাশি অন্তত ১০টি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

after post box 2