সর্বশেষ

জাপানের পথে কাঁটা বিছিয়ে দিল কোস্টারিকা

132
Before post box 1

 

middle of post box 3

স্পোর্টস ডেস্ক :: জাপানের পথে কাঁটা বিছিয়ে দিল কোস্টারিকা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জাপান। আজ জিতলে শেষ ষোলোও প্রায় নিশ্চিত হয়ে যেত ‘ব্লু সামুরাই’দের। কিন্তু দাপুটে ফুটবল খেলেও মুহূর্তের ভুলে কোস্টারিকার কাছে হেরে বসলো তারা। আর তাতে পরের ধাপে উঠার পথটাও কঠিন হয়ে গেল এশিয়ার জায়ান্টদের। ২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে ১-০ গোলে জয় তুলে নিয়েছে লুই ফার্নান্দো সুয়ারেসের দল। দ্বিতীয়ার্ধের শেষদিকে একমাত্র গোলটি করেন কোস্টারিকার ডিফেন্ডার কেইসার ফুয়ের। এই জয়ে জাপানের বড় ধরনের ক্ষতি হলেও টুর্নামেন্টে টিকে রইলো কোস্টারিকা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৭-০ গোলে উড়ে গিয়েছিল কোস্টারিকানরা। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল জাপান।

after post box 2