সর্বশেষ

নিখোঁজ শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

156
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) আকমল আলী রোড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় আয়াত। ওইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা। ইপিজেড থানা পুলিশ জানায়, আকমল আলী সড়কের পকেট গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তি মতে সকালে আয়াতের খণ্ডিত মরদেহ, জামা, জুতা উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল আবির আলী নামের এক পুরনো ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করার পর তাকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আটক করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মুক্তিপণ আদায়ের জন্য ১৫ নভেম্বর বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় শ্বাসরোধ করে হত্যার পর ওই শিশুর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়।

after post box 2