সর্বশেষ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ- নিহত ৫ আহত ৩০

141
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় আজ শনিবার অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিস্ফোরণে আশপাশের অন্তত দুই বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

middle of post box 3

সবশেষ খবর অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবরে একে একে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। এ ছাড়া ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অনেকের হাত-পা বিছিন্ন হয়ে গেছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।’

অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে কয়েক দফা বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের দুই বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এতে প্ল্যান্টের আশপাশের অনেক ঘরবাড়ির দরজা-জানালার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকে ছোটাছুটি শুরু করে।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

after post box 2