সর্বশেষ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

47
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রভাত ফেরি ও বর্ণমালা রেলীর পর শহীদ মিনারে ফুল অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল থেকে চিত্রাঙ্কন, আবৃত্তি, বাংলা বানান, শব্দ ভাণ্ডার, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ফখরুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

middle of post box 3

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মুহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র কো -অর্ডিনেটর হিজবুন নাহার,জুনিয়র কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, মতলুবা নাসরিন, ফাহমিদা কাউনাইন, লুৎফুন্নেছা ডেইজি, রোমানা আক্তার, মাকছুরা জাহান, সাজ্জাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ।

ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অংশগ্রহণে ভাষা শহিদদের আত্মত্যাগ ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয় ফুটে উঠে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

after post box 2