সর্বশেষ

উরুতে বল লেগে হাসপাতালে মোসাদ্দেক

109
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : প্র্যাকটিস ম্যাচে আহত হয়েছেন বাংলাদেশ-এ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যুতে এ ঘটনা ঘটে।সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত মোসাদ্দেককে নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে এ দলের প্র্যাকটিস চলছে সিলেটের মাঠে। তবে বাংলাদেশ ক্রিকেটের এ দলের ওপেনার মোসাদ্দেক হোসেন সৈকত আহত হওয়ার খবরটি জেনেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

after post box 2