সর্বশেষ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বিজ্ঞান মেলা উদযাপন

61
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে এক বর্ণাঢ্য ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়।২৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীন ও লুৎফুন্নেসা ডেইজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গভর্নেন্স স্পেশালিস্ট এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এর এক্সাম কন্ট্রোলার ড. মুহাম্মদ নুরুল আবছার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক এম.এ হাশেম ও সাংবাদিক এম.এ.হোসাইন। কো-অর্ডিনেটর হিজবুন নাহার, নার্গিস আকতার, রুমানা আক্তার, মাকসুরা জাহান, ফাহমিদা কাউনাইনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমগুলির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা উদযাপিত হয়। অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা এবং আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে পুরস্কৃত ১০ জন যথাক্রমেঃ সুবাইহা, মুস্তাকিম, ইয়াদিরা, জাদিদ, রিহাদ, মারুফ, যুনাইরা, আবরার, ওয়াকিয়া ও ওয়াসিক এবং আহমেদ আব্দুল্লাহ।

after post box 2