সর্বশেষ

গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

173
Before post box 1

নিউজ ডেস্ক:: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিনামূল্যে ঘোষিত ‘বই উৎসব ২০২৩ইং’ উপলক্ষে ১ জানুয়ারি রবিবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় স্কুল মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিহানুর রহমান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফোরকান’র সভাপতিত্বে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবি দ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি লুৎফুর নিছা, অভিভাবক সদস্য সাইদুল আলম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য  আব্বাস উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে সাফল্যের প্রমাণ দিয়েছে, যার প্রভাবে ভালো হচ্ছে ফলাফল।

after post box 2