সর্বশেষ

খাতুনগঞ্জে শ্রমিক খুনে গ্রেপ্তার ২

127
Before post box 1

 

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে চাঁন মিয়া লেইনে শ্রমিক সর্দার মাসুদ খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও। বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন-মো. সোহাগ (২২) ও মো. সাইদুল হোসেন (২২)। সোহাগ আমিন হাজী রোড মোজাহের কলোনির এবং সাইদুল তক্তারপুল বিসমিল্লাহ কলোনির বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) অভিযান চালিয়ে বাকলিয়ার মোজাহের কলোনি থেকে মো. সোহাগকে (২২) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের কাশিপুর এলাকা থেকে ওদিন দিবাগত রাতে মো. সাইদুল হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়।

middle of post box 3

পরবর্তীতে আসামি সাইদুলের দেওয়া তথ্যমতে শুক্রবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বাকলিয়া হাজী আমিনুর রহমান সড়কের হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের পাশে খালি জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরেক আসামি রাসেল মিয়া (২২) এখনো পলাতক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ব্যবহ্যত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এরআগে গত ১৭ অক্টোবর সকালে রাস্তার ওপর পিকআপ রাখা নিয়ে মো. মাসুদের সঙ্গে পলাতক আসামি রাসেল মিয়ার কথা কাটাকাটি হয়। এরপরই সন্ধ্যায় সামির ট্রেডিং নামক প্রতিষ্ঠানের সামনে আসামি রাসেল মিয়া, সাদ্দাম, সোহাগসহ অজ্ঞাতনামা ৩-৪ জন শ্রমিক সর্দার মো. মাসুদকে (৪০) মারধর এবং বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এরপরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর সকালে মো. মাসুদ মৃত্যুবরণ করেন।

after post box 2