সর্বশেষ

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

187
Before post box 1

নিউজ ডেস্ক:: চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন ও হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার,চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম,হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস,শিক্ষক সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহীন, ইমতিয়াজ বিন সেলিম,আবদুল মজিদ, শাহাদাত হোছাইন, শিক্ষিকা তাসনুভা তাহরীন,মিতু বড়ুয়া, জয়নাব বেগম, আইরিন আক্তার,নাজরাতুল মামুর,জান্নাতুল ফেরদৌস, আফ্রিন,প্রজ্ঞা দত্ত, রিফাত ফারজানা, জোমরাতুন নূর ও ফারিয়া মিলা প্রমূখ।

after post box 2