সর্বশেষ

আত্মত্যাগে মহিমার ঈদ -মুহাম্মদ সোলাইমান

268
Before post box 1

আত্মত্যাগে মহিমার ঈদ
-মুহাম্মদ সোলাইমান

: নিউজটিভিবিডি ডেস্ক :

ঈদ মানে আল্লাহ খুশির
সামর্থ্য লোকের কুরবানি,
আত্মত্যাগের শিক্ষা লাভে
দিল আল্লাহ মহান বানী।

ঈদ মানে দুঃখ ভুলা
ঈদ মানে হাসি,
ঈদ মানে প্রিয়জনকে
গভীরভাবে শুধু ভালবাসি।

ঈদ মানে আত্মত্যাগ
গরু-ছাগল, মহিষ কুরবানী,
আল্লাহর নামে উৎসর্গ
মুসলিম মিল্লাত সবে জানি।

ঈদ মানে নতুন জামার
সবুজ সোনালী সমাহার,
ঈদ মানে প্রতি ঘরে
মাংস-রুটি আহার।

আরও পড়ুন
middle of post box 3

ঈদ মানে ফিতরা যাকাত
গরীব দুঃখীদের প্রদান করা,
ঈদ মানে ভেদাভেদ ভুলে
একই কাতারে জামাত গড়া।

ঈদ মানে জিলহজ্ব, রমজান
ফযিলত পূর্ণ মাসের নাম,
ঈদ মানে বিশ্ব মুসলিম
ভ্রাতৃত্ব বন্ধনের মহা পয়গাম।

ঈদ মানে প্রিয়জনের
প্রিয় স্মৃতি গুলি,
ঈদ মানে ঝগড়া বিবাদ
হিংসা ভেদ ভুলি।

ঈদ মানে উপোস ভাঙ্গা
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ঘরে ঘরে
বাজে সুখের ছন্দ।

ঈদ মানে নতুন চাঁদের
মিষ্টি মধুর হাসি,
ঈদ মানে ভেদাভেদ ভুলে
সবাইকে গভীর ভালবাসি।

ঈদ মানে আশার আলো
জীবনে আনন্দ ভরপুর,
ঈদ মানে সার্থক জীবন
এগিয়ে চলে বহুদূর।

লেখক: কবি-সাহিত্যিক, শিক্ষক এবং সংগঠক। 

after post box 2