সর্বশেষ

এম সোলাইমান কাসেমী -সাইফুল ইসলাম সাঈদ 

130
Before post box 1

এম সোলাইমান কাসেমী

সাইফুল ইসলাম সাঈদ

নিউজ ডেস্ক ::

শান্ত-শিষ্ট জ্ঞানের ভান্ডার দেখলে সবে আসো,
দেখার পরে মন আনন্দে একটু মুচকি হাসো।

বলবো কথা, গাইবো গান এমন ব্যক্তির শানে,
পোঁছাবো আমি তার খবর প্রতিটি কানে কানে।

middle of post box 3

তিনি মোদের সবার প্রিয় কাসেমী নামেই খ্যাত,
বদান্যতায় দেখিনি আমি কাউকে তার মতো।

দ্বীনের তরে নিজের জীবন করেন বিলীন সদা,
কখনো খেলাপ করেন না যিনি কোন ধরণের ওয়াদা।

খোদার শুকর করছি আদায় পাইয়া তারে মোরা,
উনার লাগি করি দোয়া পড়ে দরূদ, সূরা।

ছায়া উনার দীর্ঘ করো প্রভু মোদের মাঝে,
সাজাও তার পূর্ণ জীবন কোরআন সুন্নাহর সাজে।

এম সোলাইমান কাসেমী মোদের সবার অহংকার,
হকের তরে দেন যে, যিনি বাঘের হুংকার।

লেখক : ইসলামী ও তরুণ গবেষক।

after post box 2