সর্বশেষ

গুদামে মিললো ৫০০ বস্তা চিনি, ভোক্তা অধিকারের জরিমানা

192
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : নগরীর হালিশহরে সততা ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, আগের দামে কেনা প্রায় ৫০০ চিনির বস্তা মজুদ করে রাখে দোকানের মালিক। যার পাইকারি ক্রয়মূল্য প্রতিকেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি বিক্রি করা হচ্ছে ১০৭ টাকা কেজিতে। যা সরকারের নতুন নির্ধারণ করা দামের চেয়ে ৫ থেকে ৮ টাকা বেশি। তিনি আরও বলেন, এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

after post box 2