সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

219
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৯ ফেব্রয়ারি ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার জাইনুল মোস্তফা, মিসেস আসমাউল হুসনা, মিসেস আমিনা খানম, মিসেস আয়েশা আকতার, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইমরানুল হক প্রমুখ।

middle of post box 3

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের জন্য ক্রীড়া প্রতিযোগিতা খুবই দরকার। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের হাত থেকে বাঁচাতে হবে। এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক তৈরীতে যে ভুমিকা রেখে যাচ্ছে তা স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অসুস্থ ও দিকভ্রান্ত সাংস্কৃতিক ধারা নয়। সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক ধারা চর্চা করার মাধ্যমে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে অনৈতিক ও সমাজ গর্হিত কাজ থেকে বিরত রাখার আহ্বান জানান। সেই সাথে শিক্ষার্থীদেরকে মেধা ও মননের বিকাশে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার দিকে ধাবিত করা সময়ের অনিবার্য দাবি বলে মন্তব্য করেন।

after post box 2