সর্বশেষ

রেজা এ কামালিয়া নোয়াপাড়া’র মাহফিল অনুষ্টিত

157
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে রেজা- এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া’র ব্যবস্হাপনায় এক আজিমুশশান মিলাদ মাহফিল গত ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার বাদে মাগরিব হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরী হাটস্হ হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

middle of post box 3

উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন, বিশিষ্ট গ্রন্হাগার, পীরে ত্বরীকত শাহসূফি সৈয়দ সিদ্দিক রেজা ( ম: জি : আ:)। প্রধান বক্তা ছিলেন দরবারে কামালিয়া শরীফের শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী, আবদুর রউফ সূফী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আনসারুল হক প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মরমী শিল্পী হান্নান হোসাইনী, মোহাম্মদ হারুনুর রশীদ রুমি, সমাজসেবক ছালামত উল্লাহ বাবুল, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আজিজুল হক, আসলাম টিপু, লেখক নুর মোহাম্মদ, সংগঠক আলাউদ্দিন আল কামাল, আবদুস শুক্কুর সওদাগর মাইজভান্ডারী, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মনছুর, সমাজসেবক জহির আহমদ, আলী আকবর প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)-কে স্বয়ং মহান আল্লাহতায়ালা বিভিন্নভাবে সম্মাণিত করেছেন। তিনি কখনো সাধারণ মানুষের মত নন। পবিত্র কোরআনের অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে প্রিয়নবী শান ও মান বর্ণনা করা হয়েছে।

after post box 2