সর্বশেষ

আলোকিত হলো রাজশাহীর বাস টার্মিনাল ফোরলেন সড়ক

117
Before post box 1

 

নিউজ ডেস্ক : রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা মোড় রেলক্রসিং পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি জ্বালানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে নওদাপাড়া বাস টার্মিনালে ফলক উন্মোচন ও সুইচ চেপে সড়কবাতির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার জানিয়েছেন, রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনাল মোড় পর্যন্ত থেকে ভদ্রা মোড় রেলক্রসিং পর্যন্ত ফোরলেন সড়কে ৪ দশমিক ১৭ কিলোমিটার সড়কের আইল্যান্ডে ১৬৫টি দৃষ্টিনন্দন পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে দুটি করে মোট ৩৩০টি অত্যাধুনিক এলইডি বাল্ব লাগানো হয়েছে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। সফটওয়ারের মাধ্যমে আলোর তীব্রতা কমানো-বাড়ানো যাবে।

middle of post box 3

এটি বিশ্বের উন্নত শহরের আধুনিক লাইটটিমিং সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ব্যবস্থা রাখা হয়েছে। সড়কবাতির উদ্বোধনকালে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী ইনজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী কামাল পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব, উপ-সহকারী প্রকৌশলী পুজন দাস, মিনহাজুল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না থাকায় সড়কটি বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছিল। সড়কের খারাপ অবস্থা দেখে সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশে সড়কটি নতুনভাবে নির্মাণে উদ্যোগ নেয় রাজশাহী সিটি করপোরেশন।

২০২১ বছরের ৬ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র। রাজশাহীর সমন্বিত মহানগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেনসহ চার লেন সড়কের নির্মাণ করা হয়েছে। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়কটির সৌন্দর্য বাড়াতে আরও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। সড়কটি নির্মাণে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটছে।

after post box 2