সর্বশেষ

একুশে পরিবার লোহাগাড়া’র পারাবারিক মিলন মেলা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

79
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের লোহাগাড়ার সমাজিক সংগঠন একুশে পরিবারের মিলন মেলা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে মোহাম্মদ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফেরদৌসকে মনোনীত করা হয়েছে।

middle of post box 3

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি-শাফায়েত রেজা,যুগ্ন সাধারন সম্পাদক-সাহাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক-জাহেদুল ইসলাম,অর্থ সম্পাদক-নবী হোসেন,সহ-অর্থ সম্পাদক-ডাঃ সাহাব উদ্দিন,দপ্তর সম্পাদক-নেজামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ আবছার,ধর্ম ও সমাজ সেবা সম্পাদক-মোঃ দেলোয়ারকে মনোনীত করা হয়।

কমিটিতে উপদেষ্টা পরিষদে সংগঠনের সাবেক সভাপতি আবদুস সামাদ আজাদ,
সাবেক সহ -সভাপতি ছৈয়দ ফোরকান আহমদ, সমিতির সদস্য মোহাম্মদ শরীফকে রাখা হয়।

এরআগে, সংগঠনের সদস্যদের পরিববার নিয়ে উপজেলার নাছিম পার্কে মিলন মেলার আয়োজন করে। ফ্যামিলি ডে’র শেষ পর্বে প্রত্যেক সদস্যকে একটি করে গিফট দেওয়া হয় পরে র‌্যাফেল ড্র র মধ্য দিয়ে ৬ টি পুরস্কার বিতরণ করে অনুস্টান শেষ করা হয়।

after post box 2