সর্বশেষ

হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত -ড.হোছামুদ্দিন

160
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ১২ দিনব্যাপী ৩২তম মিলাদুন্নবী (সা.) মাহফিলের ১১তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠক অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম রহমত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার আহ্বান জানান। মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাছির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।

after post box 2