সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

196
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ফেব্রয়ারি ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার একাডেমিক এডভাইজার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী।

middle of post box 3

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার জাইনুল মোস্তফা, মিসেস আসমাউল হুসনা, মিসেস আমিনা খানম, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন ও মাওলানা মোহাম্মদ ইমরানুল হক প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2