সর্বশেষ

আমার আছে মা -আবু জাহেদ মিছবাহ 

197
Before post box 1
আমার আছে  মা
আবু জাহেদ মিছবাহ 
:: নিউজটিভিবিডি ডেস্ক ::
আমার রাতের চাঁদ লাগেনা
রুপোর আলোর বাঁধ লাগেনা
ঝরনা পানির স্বাদ লাগেনা
আকাশ দেখার ছাঁদ লাগে না
মিথ্যে ওসব ধূসর বুক-
কারণ, দেখি মায়ের মুখ.
.
আরও পড়ুন
middle of post box 3
আমার কোন ঘর লাগেনা
আপন কি বা পর লাগেনা
মায়ার কোন স্বর লাগে না
রোগ-ব্যাথাতেও ডর লাগে না
মিথ্যে ওসব অলিক বুল-
আমি ঘোমাই মায়ের কুল.
.
নদীর মাতাল ঢেউ লাগে না
আনন্দ সূখ সেও লাগে না
মিথ্যে ওসব মেকি ছাই-
কারণ মায়ের আদর পাই।
after post box 2