সর্বশেষ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রাম ১১আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে জনগণ -শাহজাহান চৌধুরী

1
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: নগরীর কিংসপার্ক কমিউনিটি সেন্টারে ৪ এপ্রিল ২০২৫ (জুমাবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন অতীতের ফ্যাসিবাদীরা দেশের সকল সেক্টর ধ্বংস করে গেছে। চট্টগ্রাম-১১ আসন তথা বন্দর-পতেঙ্গা সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ আসনে ভোট বিপ্লব হবে। তিনি আরও বলেন, এবার জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে- ইনশাআল্লাহ । দুর্নীতিমুক্ত ও শোষনমুক্ত একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সফল কাউন্সিলর জনাব শফিউল আলমকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

middle of post box 3

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম বলেন- জুলাই বিপ্লবের শহীদেরা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নের কথা লিখে গেছেন। দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়। জামায়াতের দিকে জনগণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তাই দলীয় নেতাকর্মীদের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। শফিউল আলম আরও বলেন- নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা দেখে আমি অভিভূত। বন্দর, ইপিজেড, সদরঘাট এবং পতেঙ্গার দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের চেতনায় সকলের বসবাসযোগ্য বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আসনে ভোট বিপ্লব করা হবে। নতুন প্রজন্ম যারা গত ১৮ বছর ভোট দিতে পারেনি তারা এবার জনবান্ধন সঠিক নেতৃত্ব বেছে নিবে।

মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য, বন্দর থানা আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, ৩৬ গোসাইলডাঙ্গা প্রশাসনিক ওয়ার্ড আমীর জাকের হোসেন, ৩৭ মুনিরনগর প্রশাসনিক ওয়ার্ড আমীর আহমেদ ফিরোজ, হাফেজ আবদুল আলীম, কামরুল হাসান, জিএম কামরুজ্জামান, শামসুল আলম, জাহেদ হোসেন প্রমুখ।

after post box 2