সর্বশেষ

হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের রেজিষ্ট্রেশন শুরু

204
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: বর্ণিল আয়োজনে শুরু হলো চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প “হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্প-২৩ ” -এর অনলাইন ও অফলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম।

১ আগস্ট (মঙ্গলবার) রাত ৮ টায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেলথকার্ড বাংলাদেশের পরিচালক মুহাম্মদ ইমরানুল হক।

middle of post box 3

রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের উপদেষ্টা ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়াম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, মেধা ও মননের বিকাশে হেলথকার্ড বাংলাদেশের সৃজনশীল ও সুশৃঙ্খল কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রাখতে হেলথকার্ড বাংলাদেশের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকের আহমদ,লোহাগাড়া জয়নুল আবেদীন বীর বিক্রম স্কুলের বিএসসি শিক্ষক মোহাম্মদ রাসেল, মিনহাজুল ইসলাম আরাফাত, জাহিদুল ইসলাম আরিফ, আহমদুর রহমান মিরাজ প্রমুখ।

হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের পরিচালক ইমরানুল হক বলেন, প্রতিবারের ন্যায় এবারও হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের বিশেষ আকর্ষণ ” হেলথকার্ড স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২০২৩ ” বিজয়ীর জন্য থাকছে ‘নগদ ৩০,০০০টাকা’।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও হেলথকার্ড প্রতিনিধিদের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফর্ম সরাসরি সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনেও রেজিষ্ট্রেশন করা যাবে- www.healthcarbd.com এর মাধ্যমে।

 

after post box 2