সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন

159
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের ইফতার মাহফিল হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব’র সভাপতিত্বে ও মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী’র সঞ্চালনায় ১৪ এপ্রিল (শুক্রবার) চান্দগাঁও আবাসিক ৪নং রোডস্থ আল বালাগ মাদরাসায় অনুষ্ঠিত হয়।

middle of post box 3

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আল হেরা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হোসাইন জিয়া, ২০২২ সালের হজ্বের খুতবার বাংলা অনুবাদক মাওলানা শোয়াইব মাক্কী, তানজিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল কাদের জাবেদ, তালিমুল উম্মাহ মাদসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক, দারুল হিকমা মাদরাসার পরিচালক মাওলানা মানজারুল হালিম বোখারী, আল বালাগ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা তৈয়ব তাওহিদী প্রমুখ।

 

পরিশেষে দেশ ও দশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 

after post box 2