সর্বশেষ

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি হলেন জোরারগঞ্জ থানার আব্দুল্লাহ আল হারুন 

133
Before post box 1
মামুনুর রশীদ :: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। গত (১৪ জুলাই-২০২৪) বিকেলে চট্টগ্রাম জেলার সিভিক সেন্টারে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম, পিপিএম । তিনি টানা দুইবার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন। 
middle of post box 3
জানা গেছে, গত ফেব্রুয়ারি, মার্চ, মে ও জুন মাসে টানা চার বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।।ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি  এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে।
ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সাথে জোরারগঞ্জ থানার সকল অফিসার এবং ফোর্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
after post box 2