সর্বশেষ

মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.) -এর ওরশ ৮ মার্চ

3
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরীফের উদ্যোগে কচুখাইন হযরত কেবলা হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.)-এর ৪৮ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল, মুরিদান ও ভক্তবৃন্দের ৫৩তম মহান ভ্রাতৃ সম্মেলন উপলক্ষে ফাতেহা শরীফ আগামী ৮ মার্চ ২০২৫ (শনিবার) বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইস্থ মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

middle of post box 3

এতে কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন,খতমে খাজেগান, ত্বরিকতের আলোচনা, ইফতার মাহফিল, আখেরী মোনাজাত ও সাহরী পরিবেশন। উক্ত মাহফিলে হুজুর কেবলার সন্তান শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় আহবান জানিয়েছেন।

 

after post box 2