সর্বশেষ

ভালোবাসার কাঙ্গাল আমি -মুহাম্মদ সোলাইমান

218
Before post box 1

ভালোবাসার কাঙ্গাল আমি
-মুহাম্মদ সোলাইমান

নিউজটিভিবিডি ডটনেট ডেক্স :

আমি খুব কঠিন রাগী মানুষ
আমি সদা স্রোতের বিপরীতে চলি,
রাগ উঠলে গরম গরম কথা বলি,
কখনো আনন্দে গায় গানের কলি।

আল্লাহ ছাড়া কারো কাছে
করিনা তো ভয়,
সমালোচনার কাছে আমার
কভু নতশীর নয়।

ভালোবাসার কাঙ্গাল আমি
করিনাতো কারো ভয়,
ক্ষমতা আর দাপটের কাছে
কভু হইনা পরাজয়।

আরও পড়ুন
middle of post box 3

আমি এক কঠিন জেদি মানুষ
আমি আসলে নিরহংকারী,
দালান-প্রাসাদ নেইতো আমার
আছে মাঠির ঘর বাড়ী।

অন্য জগতে সদা চলি,
ভিন্ন ভিন্ন কথা বলি,
অতীত সহজে ভুলা যায়না
এ বদভ্যাস যাকনা চলি।

জীবনে অনেক কষ্টে গেছে
কঠিন ক্ষণ দিয়েছি পাড়ি,
ভয়কে আমি জয় করে
নিরাপদেই যাবো পাকা বাড়ী।

ভালোটা আমি সদা গ্রহণ করি,
সরল সঠিক পূণ্য পন্থা অবিরত ধরি,
অন্যের সমালোচনায় ভ্রূক্ষেপ নই
মন যা ভালো চাই তাইতো করি।

♥লেখক- কবি ও শিক্ষক।

after post box 2