সর্বশেষ

ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ না জেতার দায় আমার না : তিতে

118
Before post box 1

 

নিউজ ডেস্ক:: সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ ঘরে তুলেছে ব্রাজিল। কিন্তু সর্বশেষ শিরোপা তারা ছুয়ে দেখেছে ২০ বছর আগে। ২০০২ সালে এশিয়ার মাটিতে হওয়া বিশ্বকাপে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। এরপর আর পারেনি। আবারও এশিয়াতে হচ্ছে বিশ্বকাপ। কাতারের এই টুর্নামেন্টে গ্রুপ ‘জি’ তে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাতে সার্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এর আগে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ জেতার দায় তার না। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে দল। সংবাদ সম্মেলনে তিতে এ নিয়ে বলেছেন, ‘ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ জেতে না, এই দায় আমার না। আমি চার বছর ধরে দায়িত্বে আছি। জানি ব্রাজিলের একটা সুন্দর ইতিহাস আছে আর মানুষজন ফুটবলে মুগ্ধ। স্বপ্ন দেখা আমাদের জীবনের অংশ আর আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি। যদি সেটা না হয়, তাহলে সেরা জায়গায় যাওয়ার স্বপ্ন দেখবো।

middle of post box 3

‘রাশিয়া বিশ্বকাপের আগে দুই বছর হাতে সময় ছিল দল সাজানোর জন্য আর আমি এসেছিলাম উদ্ধার করতে। এখন ব্যাপারটা আলাদা কারণ আমি যেভাবে চেয়েছি, সেভাবে দল সাজানোর যথেষ্ট সুযোগ পেয়েছি। এজন্য চার বছর আগের চেয়ে আমার আজকের অনুভূতি একদমই আলাদা। এত কাজ করার জন্য আমি নার্ভাস না। ’

এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়ার কোচও বলেছেন এমনই। ফেভারিটের তকমা গায়ে চাপালে চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তেমন মনে করছেন ব্রাজিল কোচ তিতেও। ফেভারিট হতে তার কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

তিনি বলেছেন, ‘চাপ থাকা স্বাভাবিক। ফুটবলে সবচেয়ে বড় ইতিহাস ব্রাজিলের। এই উত্তরাধিকার থেকে চাপ এমনিতেই চলে আসে। আমাদের এমন কিছু ফুটবলার আছে যাদের প্রতি পৃথিবীর সবচেয়ে বেশি মিডিয়া আকর্ষণ আছে। তাই এটা স্বাভাবিকভাবেই নিচ্ছি। বিশ্বকাপ জেতা আমাদের স্বপ্ন। এখানে চাপ থাকবেই। ’ ‘ব্যাপারটা হচ্ছে, ২০০২ সালে এশিয়াতে বিশ্বকাপ জেতা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার। সব বিশ্বকাপ জয়ের ছবিই আমাদের কাছে আছে আর এগুলো প্রেরণা যোগায় ইতিহাস গড়তে। ’

after post box 2