সর্বশেষ

চট্টগ্রামে পদোন্নতি পেয়ে আসছেন ১০ বিচারক

220
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বৃহত্তর চট্টগ্রামে আসছেন ১০ জন বিচারক। অন্যদিকে সাত বিচারককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আবুল হাসনাতকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হবিগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরাকে অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা হয়েছে। সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম ও আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম আদালতে বদলি করা হয়েছে।লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আরেফীন ও ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শরিফুর রহমানকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। তাছাড়া নেত্রকোণার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কক্সবাজারে পদায়ন করা হয়েছে। এছাড়া ফেনীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহিদুল হককে একই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঞাকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ কাজী মিজানুর রহমানকে বগুড়া, পটিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল কাদেরকে কক্সবাজার, বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম সিকদারকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মৌলভীবাজার, বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোশারফ হোসেন অতিরিক্ত কক্সবাজার, বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানাকে কক্সবাজার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন কর্মকর্তা মুনতাসির আহমদকে গাইবান্ধায় পদায়ন করা হয়েছে।

 

after post box 2