সর্বশেষ

চলতি মাসে চট্টগ্রামে আরেকটি করোনাশূন্য দিন!

189
Before post box 1

 

middle of post box 3

নিউজটিভিবিডি ডেস্ক , রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ :: চলতি সেপ্টেম্বর মাসে দ্বিতীয় করোনাশূন্য দিন পার করলো চট্টগ্রাম জেলা। নগরী ও ১৫ উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি।চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এসব তথ্য পাওয়া যায়। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন কোনো শনাক্ত না থাকায় জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৯৯ জন রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৯৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯০০ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন। উল্লেখ্য, চট্টগ্রামে সর্বশেষ করোনাশূন্য দিন পার হয়েছিল গত ৯ সেপ্টেম্বর। সেদিন ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর আগে ৩০ আগস্ট জেলায় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

after post box 2