সর্বশেষ

পিতা-মাতা ও ঠিকানাবিহীন পথশিশুদের সাথে হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প পরিবার

186
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু’ কালজয়ী এই গান মানুষের পাশে দাঁড়াবার অনুপ্রেরণা দেয়। নাগরিক এই ব্যস্ততম শহরে দম ফেলোবার সময় কারো নেই। তখন কে কার খবর রাখে। বিশেষ করে নগরীর অসহায় মানুষের কথা। অবহেলিত পথ শিশুদের কথা। তারা আমাদের মতোই রক্ত মাংসের গড়া মানুষ। তারা বড় হচ্ছে অবহেলা আর অবজ্ঞায়। ও সব ভাবার সময় কখনো হয়ে ওঠে না আমজনতার। কখনো যদি কোনো পথশিশু এসে ভিক্ষা চেয়ে হাত বাড়িয়ে দেয়,তখন পকেট থেকে দু’টাকা কিংবা পাঁচ টাকার কয়েন বাড়িয়ে দিই আমরা। তবে অনেক সময় এর ব্যতিক্রমও ঘটে। কখনো কখনো তাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করি না। কিন্তু সমাজে এমন মানুষও আছে যারা অবহেলিতদের কথা চিন্তা করে। তাদের মুখে এক টুকরো হাসি ফোটানোর স্বপ্ন দেখে। এই ধরণের একটি সামাজিক প্রতিষ্ঠান পথশিশুদের নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানটি হচ্ছে “উপলদ্ধি”। যাদের মাতা-পিতা নেই এ রকম পথশিশুদের নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন এর কর্ণধার শেখ ইজাবুুর রহমান। ফিরিঙ্গী বাজার মোড়ে অনুপ এন্ড ব্রাদাস বিল্ডিং এর কার্যালয়। ৪র্থ, ৫ম ও ৬ষ্ট তলায় ভাড়া নিয়ে নগরীর কুড়ে পাওয়া পথশিশুদের দেখভাল করছে প্রতিষ্ঠানটি। এখানে ৬৫ জন পথশিশু রয়েছে। তারা সবাই মাতা-পিতা ও ঠিকানা বিহীন পথশিশু। সামাজিক সংগঠন “উপলদ্ধি” এই সব পথশিশুদের পড়া লেখা, ভরণপোষনসহ সকল বিষয়ে দেখভাল করছে। আজ মঙ্গলবার বিকালে এই সংগঠনের কার্যক্রম দেখতে ফিরিঙ্গীবাজার অনুপ এন্ড ব্রাদার্স ভবণে যান হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প পরিবার । হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প পরিবার সেখানে বসবাসরত পথশিশুদের সাথে কিছুক্ষণ আনন্দঘন মুহূর্ত সময় অতিবাহিত করেন। তারা হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প পরিবারকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে। আর হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প পরিবারও অনেকটা আবেগে-আপ্লুত হয়ে পড়েন। এই সময় হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, বিশ্বের শিশুরা যেখানে অনিরাপদ সেখানে দাতা সংগঠনগুলো তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। সকল সংগঠনকে ‘উপলব্ধি’ এর মত আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি । তিনি আরো বলেন, এ অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকব। হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরানুল হক সব সময় তাদের পাশে থাকার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্মার্টি বায়ো ইনসেপশনের জিএম মোহাম্মদ জুনাইদ, নিউজটিভিবিডি ডটনেট চেয়ারম্যান মোহাম্মদ নুরুচ্ছফা, প্রকল্প পরিচালক মোহাম্মদ মিনহাজুল ইসলাম, শেখ ইজাবুর রহমান, উপলদ্ধির ম্যানেজার শেলী রক্ষিত,টিটু কুমার ঘোষ, জাহিদুল ইসলাম আরিফ, ইরফা জাহান, মুচিং মারমা, সানপ্রু মারমা, তামান্না জাহান প্রমুখ।

after post box 2