সর্বশেষ

হেদায়াতের আলো -আরিবা বিনতে আজীজ

377
Before post box 1

নিউজটিভিবিডি ডটনেট ডেস্ক ::

হেদায়াতের আলো

আরিবা বিনতে আজীজ

মরুর বুকে উদ্ভাসিত হলো একটি আলো
সে আলোতে পুরো বিশ্ব যেন পাল্টে গেল,
পাখপাখালি সুরের তালে
সেই আলোটির সাথে।

আরও পড়ুন
middle of post box 3

মাতিয়ে দিল সারা বিশ্ব ফুলের সাথে সাথে
মক্কা শহর সারা সৃষ্টি জগৎ যখন অন্ধকারে,
সেই আলোটি পথ দেখালো সবকিছু ভেদ করে।
সেই আলোটি ছুঁলে
যেন সবাই হেদায়াত পাই,
সেই আলোটির গান‌ই
যেন সবাই গেয়ে যাই।

মা আমেনার কোল জুড়ে সেই আলোটি ফুটলো
ফেরেশতারা সবাই আলোটিকে ঘিরে ধরল।
পথ দেখালো সেই আলোটি
সবার ঘরে ঘরে
দুঃখ যেন সব দূর হলো
অশান্তির সংসারে।

সালাম জানালো সেই আলোকে
সকল সৃষ্টি কুল
সবাই যেন সেই আলোকে নিয়ে
হয়েছে মশগুল।
অন্ধকারের দেয়াল ভেঙে সেই আলোটি আসলো
পথের দিশারী হয়ে হেদায়েতের পথটি দেখালো।
সেই আলোটি আর কিছু নয়
হেদায়েতের আলো
সেই আলোটি আর কিছু নয়
রাসূল মোহাম্মদ এর আলো।

after post box 2