সর্বশেষ

সাতকানিয়ায় এতিমদের মাঝে কম্বল বিতরণ

86
Before post box 1

 

এম সোলাইমান কাসেমী :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এতিমদের মাঝে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়ের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

middle of post box 3

৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিত,শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ মাদ্রাসার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, হাফেজিয়া এতিমখানার সভাপতি মুহাম্মদ নুরুন্নবী ও মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে এতিমখানার ১০০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনসহ অতিথিরা।

 

after post box 2