সর্বশেষ

হযরত আব্দুল কাদের জিলানী রহ. স্মৃতি সংসদের উদ্যোগে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

106
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই সোনাইরকুল কাটিরহাটে হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠান আলহাজ্ব মোহাম্মদ আবদুশ শুক্কুর সাহেবের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ আল কাদেরীর সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ কারী সোলাইমান আনসারী। উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসাইন চৌধুরী। প্রধান ওয়ায়েজের তাকরীর পেশ করেন আল্লামা মুফতী গোলাম কিবরিয়া। বিশেষ ওয়ায়েজের তাকরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী, আল্লামা মোখতার আহমদ রজভী, মাওলানা ফয়জুল বাহার কাঞ্চনপুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) , হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর ওরশ মোবারক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত ১৫তম আজিমুশশান নুরানী মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিশেষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2