সর্বশেষ

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং ডে পালন অনুষ্ঠানে সম্মাননা পেলেন আলহাজ্ব আমিনুল হক

213
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে পালন অনুষ্ঠান- ২০২২ এ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক পেলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক। দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের চত্বর হতে একটি র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিপএম (বার) -এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। চসিক মেয়র তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। সিএমপি কমিশনার তার বক্তব্যে অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দিন দিন বাড়ছে জনগণের সম্পৃক্ততা। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক পাওয়ায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

after post box 2