সর্বশেষ

তৃণমূলে উল্লাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা

3
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

middle of post box 3

এর মধ্যে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।
তবে নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

কমিটি ঘোষণা হওয়ার পর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদযাপন করতে দেখা যাচ্ছে, তৃণমূলে উল্লাসে ফুটে উঠেছে, তৃনমুল নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোঘণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

after post box 2