সর্বশেষ

লোহাগাড়া উপজেলার তালিমুল কুরআন মাদ্রাসার বই ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

81
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠান আজ ৩ জানুয়ারি ২০২৩ সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তা’লীমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেবের সার্বিক দিক-নির্দেশনায় নুরানী তালিমুল কুরআন বোর্ড কর্তৃক তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও প্রতি ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণসহ মাদরাসা ও এতিমখানায় ভর্তিকৃত সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে নতুন ব‌ই প্রদান করা হয়েছে । উক্ত বর্নাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা ফরিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আমিন উল্লাহ আজাদ । উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার মান্যগণ্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। জানা যায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পুরস্কার পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও মাসুমা পরিবার।

after post box 2