সর্বশেষ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

303
Before post box 1

উম্মে হানি বিলকিছ, চট্টগ্রাম :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২৪ নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে ১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ফখরুল আবেদিন ও সাজ্জাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় জাতীয় পতাকা ও বেলুন উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইন্জিনিয়ার মানজারে খুরশিদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা.মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক এম. এ হাশেম, মাহমুদুল আমিন খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডা.আবদুল্লাহ খান,ডা. আহমদ রহিম, জাফর উল্লাহ চৌধুরী, মুহাম্মদ নাসির উদ্দিন ও ডা.রওশন ফেরদৌস।
বক্তব্য রাখেন সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর হিজবুন নাহার, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, মাতলুবা নাসরিন, ফাহমিদা কাউনাইন ও মাকসুরা জাহান প্রমুখ।

middle of post box 3

প্রধান অতিথির বক্তব্যে স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা.মুহাম্মদ ইউসুফ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।তিনি বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অসাধারণ প্রতিযোগিতা ও পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা. এ.টি.এম রেজাউল করিম সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারী ও অভিভাবকদের মাঝে সর্বমোট ২৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

after post box 2