সর্বশেষ

ঈদ উৎসব কুরবানি -মুহাম্মদ সোলাইমান

35
Before post box 1

ঈদ উৎসব কুরবানি
-মুহাম্মদ সোলাইমান

ঈদ এলে খুশিতে
উল্লাসে প্রাণ,
বাজে সুখ ছন্দ
মন আনচান।

ঈদ এলে খুশিতে ডাকে
সুখ পায়রা,
নতুন জামা, পায়ে জুতো
বোন-ভায়েরা।

ঈদ এলে পাখি ডাকে
কিচিমিচি রব,
আনন্দ উৎসব চারদিকে
কৌতুহল সব।

ঈদ উৎসব কুরবানী
আল্লাহর নামে উৎসর্গ,
নিজের কল্যানে আত্মত্যাগ
পেতে সুখের স্বর্গ।

জিলহজ্বে ঈদ এলে
সকল দুঃখ যায় ভুলে,
ফুলে ফুলে সৌরভ
হৃদে আনন্দ সুর তুলে।

ঈদ এলে মেঠো পথে
গাঁয়ের মুসকি হাসি,
ফিতরা দাও ও যাকাত দাও
দুঃস্থ-গরীবকে ভালবাসি।

middle of post box 3

ঈদ এলে বাড়ে
জয় জয় গান,
বাঁকা চাঁদ হাতছানি
নবান্ন মনো-প্রাণ।

ঈদ এলে ছেলে-মেয়ের
কাটে সদা ধুমধাম,
সৃষ্টি সুখের উল্লাসে
মাতোয়ারা নব প্রাণ।

ঈদ এলে জোনাকি
দেয় রাশি আলো,
মন চাঁদ হাসিতে
বেদনাও লাগে ভালো।

ঈদ এলে ঘরে ঘরে
সকলের মজাদার খাবার,
ঈদ আসুক বারংবার
ভেদাভেদ ভুলতে সবার।

ঈদ হলো আত্মত্যাগ,
সিয়াম-সাধনার ফল,
ঈদ এলে বেড়ে যায়
সবার ভালবাসা-মনোবল।

ঈদ আসে মুমিনের
সদা যে প্রতিদিন,
নেক আমল রাশিতে
বাজে সুখে বীন।

ঈদ এলে গাহে
সব সাম্যের গান,
ঈদ এলে বাড়ে
ভালবাসার প্রকৃত মান।।

লেখকঃ কবি-সাহিত্যিক, শিক্ষক এবং সংগঠক।

after post box 2