সর্বশেষ

গণসমা‌বে‌শ নিয়ে পাতানো ফাঁদে নেতাকর্মীদের পা না দিতে আমির খসরুর আহবান

77
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: গণসমা‌বে‌শ নিয়ে পাতানো ফাঁদে নেতাকর্মীদের পা না দিতে আমির খসরুর আহবান। জনগণ আর আওয়ামী লীগের সঙ্গে নাই। জনগণ থেকে তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখন কাজ করতে পারছে না। সুতরাং বিএনপির সভাগুলোকে বাধাগ্রস্থ করার জন্য তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে নেতাকর্মীদের বলব, অনেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। অনেক গুজব আপনারা শুনতে পাবেন। আপনারা কোন পাতানো ফাঁদে পা দেবেন না, পূর্ণ ধৈর্য্য ধরবেন। শান্তিপূর্ণ পরিবেশে আগামীকালের (১২ অক্টোবর) জনসভা লক্ষ লক্ষ মানুষের সমাগমে হবে। আগামীকালের জনসভা বাংলাদেশের অন্যতম একটি জনসভায় পরিণত হবে। ১২ অক্টোবর চট্টগ্রামের যে জনসভা তা মানুষের স্মৃতিতে থাকবে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় মহানগর বিএন‌পির দলীয় কার্যাল‌য়ে পরদিন ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমা‌বে‌শের সা‌র্বিক বিষয় নি‌য়ে আয়োজিত সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা বলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্নপর্যায়ে চলে গেছে। ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। দেশের একটি বড় সংখ্যা যারা দুবেলা অন্ন পাচ্ছে না। টিসিবির গাড়ির দিকে আমরা যে লাইন দেখতে পাচ্ছি, এটা অভাবনীয়। মানুষ এখন মুক্তি পেতে চায় উল্লেখ করে আমির খসরু বলেন, কালকের (বুধবারের) সভাকে ঘিরে জনগণের মধ্যে যে জাগরণ ওঠেছে, আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। যার যার এলাকায় সবাই কার্যক্রম চালিয়েছে সমাবেশকে সফল করার জন্য। আমরা জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের আয়োজন করেছি। মুক্তির সংগ্রামে এগিয়ে আসার জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ জেগেছে, যে আশা জেগেছে তা পূরণ করার জন্য আমরা সবচেয়ে বড় মাঠটি নিয়েছি। এর আগে ২০১১ সালে আমরা পলোগ্রাউন্ডে সভা করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামে এসেছিলেন। তখন বাংলাদেশের সবচেয়ে বড় সভা হয়েছিল। ২০ থেকে ২৫ লাখ মানুষ সে সভায় অংশ নিয়েছিলেন। আজকে হয়তো আমাদের নেত্রী আসবে না। কিন্তু যে অবস্থায় বাংলাদেশ গিয়েছে, যে অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে চাচ্ছে। যে গর্ত থেকে বেরিয়ে আসার জন্য মানুষ সংগ্রামে নেমেছে। সেটার প্রতিফলন ইনশাআল্লাহ আগামী দিন পলোগ্রাউন্ড মাঠে ঘটবে। আপনারা দেখতে পারবেন এবং দেশের মানুষ তাকিয়ে আছে এ পলোগ্রাউন্ডের দিকে। বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এ সদস‌্য আরো বলেন, আমাদের দল যে কত শক্তিশালী তা আমাদের চট্টগ্রামের নেতাকর্মীরা প্রমাণ করেছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। কত ধরনের বাধা-বিপত্তি আর চাপ আছে, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তারা আগামীকালের সভাকে সফল করার জন্য এগিয়ে যাচ্ছে। নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। একটি সফল রাজনৈতিক দলের সাথে, সুশিল সমাজের সাথে আলোচনা করে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সে নির্বাচন কমিশন দেশের নির্বাচনের দায়িত্ব পালন করবে। সুতরাং যতক্ষণ সে নির্বাচন কমিশন না আসে, ততোক্ষণ আমরা এ অবৈধ সরকার ও অবৈধ নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে রাজি নই। এ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারবে না। এসময় বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্যগণ, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জেলা মহানগর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

after post box 2