সর্বশেষ

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সংবর্ধিত হলেন ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন

31
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বৃত্তি প্রকল্প কর্তৃক সংবর্ধিত হয়েছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ, ইউ এস এম্বাসির অর্থায়নে ও এলপিসি চট্টগ্রামের ব্যবস্থাপনায় পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের কো-কো-অর্ডিনেটর, আইএইচআরসি চট্টগ্রাম জেলা সভাপতি এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

middle of post box 3

১ মে ২০২৪ (শনিবার) শিক্ষাবিদ মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-০১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক।
অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য লায়ন এ কে আজাদ, শহীদ ফয়সাল, ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন, অধ্যাপক এ এম রমিজ আহমেদ, ডাঃ বেলাল হোসেন উদয়ন প্রমুখ।

পরিশেষে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার-০১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক ।

after post box 2