সর্বশেষ

চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফের ৩৮তম দ্বীনি বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন

198
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম’র ৩৮ তম বার্ষিক দ্বীনি মাহফিল ১৪জানুয়ারি ২০২৩ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী ও মাওলানা আফিফ ফোরকান মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

middle of post box 3

সভায় আলোচনা পেশ করেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামযা, ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, বেফাকুল মাদারিস বাংলাদেশের মহাপরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম,নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহুদ্দীন নানুপুরী, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী, রামু জোয়ারিয়ানালা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, নারায়ণগঞ্জ মারকাজুল মা’আরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমানসহ দেশের প্রাজ্ঞ স্কলার ও ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রফেসর ড. আমিনুল হক নদভী, প্রফেসর ড. মোজাফফর নদভী, প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী ও আলহাজ্ব আবদুশ শাকুর প্রমুখ। সভায় জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী কর্তৃক লিখিত আরবী খুতবা সংকলন ও মাওলানা মাহমুদ মুজিব লিখিত পঞ্চরত্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সভায় বক্তারা বলেন, জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া দেশ-বিদেশে ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে।

after post box 2